তোমার কবিতা তোমারে শুনিয়ে তোমাকে করেছি পুজো
আমার আমি'কে আমার থেকেও ভালো করে তুমি বোঝো।
হাসি আহ্লাদ কান্না আবেগ অভিমান স্মৃতি ভারে
তুমিতো ছুঁয়েছ হৃদয় আমার প্রতিদিন প্রতিবারে।
ছেলেবেলা দিন মায়ের কোলে'তে আসেনি যখন ঘুম-
তোমার সুরেতে বিলিয়ে দিয়েছো ভালোবাসা নিঝ্ঝুম।
আধো-আধো বুলি ছোট ছোট পায়ে অবাক আবিষ্কার-
তুমি তো দিয়েছো সাহস বুকে বিজয়ী পুরস্কার।
কিশোর আমাকে দিয়েছো তুমি জীবনের উদ্দেশ
তুমি তো শোনালে নবীন বার্তা সবুজের সন্দেশ।
নব যুবা প্রাণে প্রেম দিলে ভরে অনুভব আবেশে
প্রতি পলে তুমি ভাব এনে দিলে অনুপম পরশে।
পাখি ডাকা ভোরে ব্যাকুলা সকালে আকুল হয়েছি যত
মোহনীয় শত কথাকলি দিয়ে ভরিয়ে দিয়েছো তত।
হেরে যাওয়া ক্ষনে মননে যখনই হতাশা নিয়েছে ডুব
তোমার কবিতা তখনই আমাকে নাড়িয়ে দিয়েছে খুব।
এখনো আমাকে আগলে রেখেছ সকল ঝঞ্ঝা ঝড়ে
তোমার লেখনী রাত্রি জাগিছে এখনো আমারই তরে।
তোমার কবিতা তোমারে শুনিয়ে এখনো করি তো পুজো
আমার আমি'কে আমার থেকেও তুমি যে ভালোই বোঝো।