আমার এ দীর্ঘ কবিতা
পড়ো না, তুমি পড়ো না
আমারে যেথায়
ফেলেছ ধুলায়
কুড়ানো খেলায়
বরন মালায়
গেঁথো না, তুমি গেঁথো না।
আমার এ দীর্ঘ কবিতা
পড়ো না, তুমি পড়ো না
অবুঝ হিয়ায়
মোহন মায়ায়
নয়ন তারায়
বরষা ধারায়
কেঁদো না, তুমি কেঁদো না।
আমার এ দীর্ঘ কবিতা
পড়ো না তুমি পড়ো না
মেঘের কুলায়
আলোক মালায়
আঁধার কণায়
তমসা ঘনায়
ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না।
আমার এ দীর্ঘ কবিতা
পড়ো না তুমি পড়ো না
সাঁঝের তারায়
চমক জাগায়!
ক্ষণিক দ্বিধায়
কুহকী কায়ায়
ভুলো না, তুমি ভুলো না
আমার এ দীর্ঘ কবিতা
পড়ো না, তুমি পড়ো না
স্বপন ছোঁয়ায়
মগন মায়ায়
মেদুর ছোঁয়ায়
পূজার ডালায়
তুলো না, তুমি তুলো না।
আমার এ দীর্ঘ কবিতা
পড়ো না, তুমি পড়ো না—।।