@সব চরিত্র কাল্পনিক
===========================  
আমাদের রাজা আমাদের দেশে নিরাপদ নয় আর—
রাজাকে কি তবে পাঠাতে হবে সীমান্তের ওই পার!
বিশ মিনিটের যান জটে রাজা পেয়ে গেছে খুব ভয়
ছেচল্লিশের ছাতিতে কি তবে ধরেছে জঙের ক্ষয়!

ঘোর কলিকাল মানছেনা কেউ অসুবিধা হলে তাঁর—  
মাস্টার স্ট্রোক মিস হয়ে যায়- চোরেরা পগার পার!  
রাত-দিন নেই, নাওয়া-খাওয়া নেই মাথার ওপরে দেশ
বিশ মিনিটের ঝঞ্ঝাটে তাঁর বেড়েছে পক্ক কেশ!    

রাজা নয় তিনি প্রধান সেবক- জনতার দরবারে
নিরাপদ যানে সাজানো বহর ছোট নয় কলেবরে  
স্বদেশের প্রেমে সদা মশগুল বিদেশ বিহারী তিনি  
সবচেয়ে দামি বাহনের সারি নিয়েছেন নিজে কিনি।

তারপরও যদি ভয় লাগে প্রাণে
                            দোষ দেওয়া তাঁকে যায়না
বিদেশের ভিসা উপহারে দাও  
                             সামনে ধোরোনা আয়না।।

=====                 @                 =====

এতদিন ধরে প্রচারিত হল- বিদেশের রফতানি
একই অনুরোধ করলে তোমায়- বিরোধীর শয়তানি!  
থুতু সে ছড়ালে ওপরের দিকে- গ্র্যাভিটি কে মানোনি  
গ্র্যাভিটির টানে ঢাকবে তা নেমে তোমার বদনখানি।।