আমাদের কোন শাখা নেই কোথা আজ
বারোয়ারি কলে সারাদিন জল পড়ে
অভিমান জমে পৌনঃপুনিক রাশি
বালিয়াড়ি ঝড়ে পিরামিড ভেঙে পড়ে
আমাদের কোন শাখা নেই কোথা আজ
নার্সারি জুড়ে সুখদার ভীরু চারা
মিনমিনে কিছু বেড়ালের আনাগোনা
এলিয়েন ভূমে সভ্যতা ভাঙা গড়া
আমাদের কোন শাখা নেই কোথা আজ
হ্যলোজেন বাতি মাস্তুল ছুঁয়ে খাড়া
প্রতিবাদী চোখ প্রতিবেশী জানালায়
উঠোনেতে বাঁধা মহিনের বুড়ো ঘোড়া...।।