এক আলোকিত ডানা চাই মনের ভেতরে
উড়ানের নির্দেশ দিয়ো হেসে, ভালবেসে -
অনেক তো ঘুমিয়েছি- কাল ঘুমে কোটরে
উড়ে গেলে কোনোদিন দেখে যেও এসে
জড়তা গন্ধ কিছু আছে পড়ে কিনা!
খোলসের কিছুমাত্র কোন অবশেষ।
দোহাই তোমার! অগ্নি নির্বাণ তাদের দিয়োনা-
স্মৃতি বেদনার হতে পারে, তবু বিশ্বাস
বুকে ধরে রেখো, বিগত কথার গোপন দলিল
আমদেরই প্রেম! আমাদেরই ইতিহাস
নাই বা লিখুক কেউ, তোমার স্মৃতিতে সে তো অনাবিল!!