যেন আজকের পরে —
ধ্রুবতারা ছেঁড়া আলো
শুধু তোমায় কাঁদাতে পারে।
ঘুম চোঁয়ানো জোছনায়
উন্মন কবিতা মৃত্যু কে ভালবেসে
নিরন্ন উদরের শিকড়ে শিরায় মিশে যেতে পারে।
যেন আজকের পরে —
প্রিয় মুখ খানি ছাড়া
ভাষা ভাষান্তর মিশে যায় ধুসর কুয়াশায়।
তুমি শুধু বৃষ্টির মত মিশে থেকো —
ছেঁড়া বিছানার অকবি কবিতায়।
যেন আজকের পরে —
যত কথা হৃদয়ের
শুধু তোমায় ভাবাতে পারে।
মৃগ তৃষ্ণায় মজে যাওয়া চাঁদ
পৃথিবীর বুক হতে সরে যায়
অবশেষ কোন এক হৃদয় ছোঁয়াচে।
যেন আজকের পরে —
অকথিত যত কথা
মরে আছে মরমে
দুখিনী প্রদীপ জ্বেলে ঝরে যাক
বৃষ্টির কাছে – অবশেষ তৃষ্ণায়।
তুমিও তো পার মিশে যেতে –
আনত ঠোঁটের কাছে—বৃষ্টির মত
ছেঁড়া বিছানার অকবি কবিতায়!!