বুড়ি ছোঁয়া দিয়ে কোথা যাস তুই
তারপর তোকে দেখি না
খবরা-খবর দিস না তো তুই
আমিও খবর রাখি না
ব্যস্ততা কত, রোজের জোয়াল
টানছি, টানতে পারি না
হাল ছেড়ে দেব বার বার ভাবি
হাল তবু আজও ছাড়ি না
মাঝে মাঝে দেখি- নামের পাশেতে
সবুজ আলোটা জ্বলছে
ফেসবুকে জমে স্মৃতির পরতে
নীরবে গল্প বলছে
নীলচে আলেয়া হালকা কুয়াশা
অকারণ চোখে জমছে
অনুরাগ উবে যেতে যেতে শেষে
অভিমান ক্রমে কমছে!
উলট পুরাণ হয়নি কখনো
আজকেও জানি হবে না
ইচ্ছে সে যত তীব্রই হোক
ইগোর ওপরে রবে না
ভালোলাগা গুলো মরে গেছে কবে
অভ্যাস তবু সরে না
চোখে না হারাই, রক্ত ক্ষরণে
ভালবাসা গুলো মরে না।।