বরিষণ ধারা ঝরিছে ঝরখে
পবন বহিছে মন্দে
ভাদর ফুরায়ে আশিন পরখে
মেঘমালা দল সন্দে!
আলোকে দ্যুলোকে প্রণয় পরশে
শারদ গগন ধন্দে!
টগর চামেলি মাধবী সরসে
ভরিছে মদির গন্ধে
থর থর হৃদি কাঁপিছে হরষে
পবন বহিছে মন্দে…
গগনে গরজে বারতা পশিছে
তাঁহারই চরণ ছন্দে
আগমনী সুর ধাইছে আকাশে
ভুবন মোহিনী বন্দে…।।