আগামী পেরিয়ে আজিকে আবারো আগামীর অনুগামী
উৎসারিত আলোক ছটায় বিহ্বল আঁখি উদ্বেল মনোভূমি।
অনুভূতি গুলো পরিণতি পেতে বিকশিত হতে চায়
নব নব ভাবে ভাবনা আকাশে উড়ান দিয়েছে হায়।
ছোট ছোট আশা মিটি মিটি আলো গভীরে অনলাভাস
মৃদু মৃদু ধ্বনি মন্দ্রিত মনে বন্দিত অধিবাস।
আগামীর দুত দুয়ারে দাঁড়ায়ে বার্তা দিয়াছে হেঁকে
পেছনের পানে রয়োনাকো আর পিছু টান কিছু রেখে।
পদাতিক যারা পায়ের দাপটে শিলালিপি যত লেখে
সূর্যের তাপে আগুনের ভাপে ধুলি চন্দন গায়ে মেখে
চুপি চুপি আসি অলখে দাঁড়ায়ে পরখে দেখিছে সোনা
চোখে চোখ পড়ে সহসা ব্যাপিত; কল্পিত কথা বোনা।
একে একে যত খুলে ফেল জট আবেশের অনুমানে
নূতনের স্রোতে গুণ দিয়ে চল সুদিনের অভিযানে
সময়ের দাবি তুলে আন জয় ছুঁয়ে আকাশের তটভূমি
সসীমের থেকে অসীমে যাওয়ার পুলকিত পটভূমি।
পায়ে পায়ে চলে বারে বারে ফিরে আগামীর আহ্বান
আগামীকে খোঁজা আগামীকে বোঝা আগামীর সন্ধান।।