এই আমি সেই আমিই কিনা
প্রশ্ন যখন করি
আমার আমি আমায় বলে
জবাব কি দরকারী!
আমিও তখন উৎসাহী খুব
এমনিতে নাই ছাড়ি
কথার ওপর কথাকে সাজাই
ভাবখানা গম্ভীরি।
যুক্তি তর্ক নিক্তি মেনে
অদ্ভুত হল খেয়াল
আমার আমিকে খুঁজব আমিই
গুঁড়িয়ে বাধার দেয়াল
কোথায় শুরু! কোথায় বা শেষ!
ভাবছি যখন অনেক
আমার মনেই বলল আমি
দম নিয়ে নে ক্ষণেক।
রেগেই বলি- ধুত্তেরি তোর
খোঁজার যে নেই শেষ
কোন বাঁকেতে কে হারালো
নেই কোন তার লেশ
তবুও হঠাৎ; হঠাৎ করে
খুঁজছি কাহার দোষ!
বদলানো'টাই নিয়ম যখন
কেনোই বা আফসোস!!