ধর্ম সে যে আফিং নেশা    
               সব বাবাজীই জানে  
তাইতো নেশা বেচেন সবে
মৌতাতের ওই টানে।


এমন তো নয় হদ্দ বোকা
               কালিদাসের ভূত
ফায়দা কিসে ভালোই বোঝে
পরিস্থিতির পুত।


কালকে ছিল আজকে খালি
                নেই রাজ্যে বাঁচি
মাথার ঘায়ে কুকুর পাগল
আগ্রা থেকে রাঁচি।

রসে বসে মুষ্টিমেয়
                চাঁটছে দুধের চাঁছি
বাদবাকিরা নর্দমাতে
ভনভনে সব মাছি।


উন্নয়নের ফানুস ওড়ে
                  উদ্বাহু সবে নাচি  
সিঁদ কেটে সে সাফাই করে  
পকেটে হায় কাঁচি।


নাজুক স্থিতি বিগড়ে গেলে
                   হাঁচবে ব্যাঙের হাঁচি
দাওয়াই দেবে প্রতিষ্ঠিত    
হাতের সে তো পাঁচই।
  

সর্ব রোগে একই দাওয়া  
                    এক ভরসাই বাজি  
অভাব মানে ওরাই দায়ী
সংখ্যালঘু পাজী।


দায় চাপিয়ে ওদের ওপর  
                   বেশ কিছুদিন পার
আপদ বিপদ আসুক’না ভাই  
আফিং পুনর্বার!!  
======================================
এই কবিতাটি প্রিয় কবি শ্রীযুক্ত গোপাল চন্দ্র সরকার কে উৎসর্গ করলাম।