========================
গ্রহ তারা পাড়ি দেয় নিয়মের স্রোতে  
ভাগ্য টা লেখা হয় বেনিয়ম মতে।
ফিরে পেতে আশ্বাস জ্বলনের ক্ষতে
মিছে মিঠে কথা খায় জ্যোতিষের হাতে।  



বিধাতা পাষাণ নয় বিধানের মত
বিধি লিপি ছিঁড়ে ফেল অকাজের যত।
বিধাতা আসিবে দ্বারে হেসে হাসি মুখে
ঘুচে যাবে দুর্যোগ সাহসের রোখে!    



সবাই একা সবার থেকে এই ভুবনে
একাই চলা, একাই বলা, একার সন্ধানে
বন্ধু সখা- প্রেমের দেখা- মায়ার বন্ধনে!
যাওয়ার বেলায় সাজিয়ে দেওয়া স্নিগ্ধ চন্দনে!!
========================