মুখোমুখি বসে দুইটা বেকুব
কথা কোন কেউ কয় না
গভীরতা টুকু মেপে নেয় তবু
গোপনীয় কিছু রয় না
ঘোলা চোখ তার উলোঝুলো কেশ
কাঁচাপাকা দাড়ি ক্ষয় না
আদার ব্যাপারী জাহাজি খবরে
বিব্রত কভু হয় না।
ঋণ করে খায় সরকার বাবু
চ্যাটার্জিদার ভুঁড়ি
মণ্ডল বাবু পুলিশ পোষেন
মাতাল সাক্ষী শুঁড়ী
হামাগুড়ি দেয় ইউক্রেন নাকি
পুতিন ফেঁসেছে কেশে
বাইডেন বাবু হেঁকে দেন “ব্যান”
ফিক করে হাসি হেসে
জিনপিং বসে হাত কামড়ায়
কিম জঙ নাচে তালে
প্রতিবাদী দিদি চমকায়; পাছে
ভুল হয়ে যায় চালে!
বেকারেরা দেবে ধর্না ক্ষণেক
চ্যানেলে তেনারা চষবে
বুদ্ধিজীবী'রা ভাববে অনেক
প্যানেলে কিভাবে বসবে
জল বয়ে যাবে গঙ্গায় ঢের
নতুন কিস্যা ভাসবে
দুইটা বেকুব আরশি'কে দেখে
নিজেরা নিজেই হাসবে…!!