ঢের কলি ফুল হয়ে ফোটে না-
অবান্তর প্রেমে রূপোলী ঝিনুকে
সাদা মুক্তো –
সোনালী হরিণ
বিরল গাছের নিচে –
শেষ ছায়া মাখা ঠোঁটে –
মনস্বী গানের ভিড়ে
মাটি ছায়া মাখা তরু শাখা –
তিথি ঘোর পাশে বেলা বয়ে যায়
দু চোখে তোমার জলপ্রপাত –
দুই ঠোঁটে অভিসম্পাত!
বিজন স্বপনে ভোর রাতে
শেষ তারা খসা –
প্রিয় হাত ঠোঁটের ওপরে
আবিল আঁচড়ে –
ভাল আছ খেচর
অভুক্ত আকাশে!
জ্বালাময়ী ভাষণে পুড়েছে বিকেল
চোখে চোখ বিনিময় –
চতুর শিয়ালী আলাপ!
এঁদো গলি বেয়ে ফিরে যেতে হবে
নিখাকি শিশিরের কাছে – নিরন্ন উদরে
আধ ফোটা ঠোঁটের আদরে
– নিরস বোঁটা।
ভালবেসে পেয়েছ কি –
ভালবাসিবার আগুন ছটা!!