আড়াল—
সুদীর্ঘ  আড়াল চাই—

চাঁছাছোলা শব্দের ভিড়ে
পেলব প্রেমের কথা ঢেকে রাখি
উপমার কুয়াশাতে মুড়ে।                

চাঁড়াল পারি না হতে-
যদিও বা উচ্চন্ড ফেরোমেন ঘ্রাণে  
ভিজে গেছে যযাতিয় মন—
তবুও কামনা কে ছেড়ে দিতে পারি-
পেলে কমনীয় কোন উপবন।।