আর এক বার ভূমিকম্প হোক –
তুমি মিশে যাও আমার ভেতর
আমিও অনিঃশেষ চুমোয় –
মধুছন্দা – তোমায় একান্ত আদর করি –
শর্বরী পাতাল বিছানায়।
আর এক বার ভূমিকম্প হোক –
অন্দরে কশাঘাত সয়েও
মন্দাক্রান্তা হওনি কখনও।
আবারও নূতন ধানের মত
আঁটি বেঁধে নিয়ে যাবো তোমায় –
শর্বরী পাতাল বিছানায়।
আর এক বার ভূমিকম্প হোক –
পৃথিবীর গর্ভতল হতে
উদ্ভূত উষ্ণতা – শরীরে শিরায় মেখে
কাম্য ব্রীড়ায় কাতর
উপোষী চোখের কাছে
মেলে ধর নিরম্বু আকাশ!
আমি প্রাণপণে কেড়ে নিতে থাকি –
ভালবাসার সুবাস।।