গতকাল বৃষ্টি ঝরেছে অনেক—
কতকাল পর যেন দূর প্রবাসের পরে
এখানে উজল আলোর ভিড়ে
স্বাতী তারা যেন ভূমে ঝরে পড়ে।
কত কাল পর –
দুখিনী প্রবাস ছেড়ে
ফিরে আসি নিজ ভূমে—
পরবাসী চরণ দুখানি বিদেশ বিভূঞে।
হে আলোক সামান্যা—
খোল দ্বার—
না না, অমন চিত্রার্পিত নয়।
অমন ভাবে দাঁড়ালে –
তোমাকে একাকি দির্ঘাঙ্গী লাগে।
অবুঝ হোয়োনা প্লীজ! ক্যামেরা চলছে –
তোমার প্রতিটি হাসি, গ্রীবাভঙ্গি
মুহূর্তে পৌঁছে যাচ্ছে ইথার তরঙ্গে।
বাঃ বাঁ গালে মায়াবী একটা আলো!
এত অপার্থিব আলো --!
এও কি পৃথিবীর হয়!
উঁহু, ওভাবে নয় –
সামনে দু-পা – হ্যাঁ, ঠিক দু-পা এগিয়ে এসো।
সামনে ক্রেনের ওপরে ক্যামেরা।
কোন কথা নয়—
শুধু একটু কাঁদবে, জাস্ট একটু!
আরে না না!
সত্যি সত্যি কান্না নয়!
মানে, কান্নার অভিনয়—
ঠিক আছে—
ওকে! রেডি!
লাইট! ক্যামেরা! একশন!