~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
অন্ধা কানুন মানতে থাকুন চুপটি করে সবে-
তবেই তোমায় সভ্য মানুষ সব শাসকে কবে।
বাদ প্রতিবাদ একটুও নয়
সমঝে কানুন বাঁচতে হয়
চোরের ধর্ম করবে চুরি গৃহস্থ সে সজাগ রবে
হল্লা কিছুই চলবে না ভাই আইন তোমায় মানতে হবে।
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~