আগুন—
যখন সেই প্রথম বার ঠিকরে পড়ল  
ক্রন্দসী গিরি গুহাভ্যন্তরের অতল
ভবিষ্য দেখল সভ্যতার প্রথম সোপান!
হাজার হাজার বছর অতিক্রান্ত—
অগ্নি বিন্দু! বিন্দু থেকে বলয়-
বলয় থেকে দাবানল!

আর এই মাত্র খবর পেলাম—
আধুনিকতার কানাগলি কন্দরে--

ভীম বেগে এগিয়ে আসছে প্রলয়!