এই যে শুনছো?
সামনের ফাল্গুনে কিন্তু বলতে হবে!
গত সতেরোটা ফাল্গুন ঠিক এই ভাবে গেল!
না বলা কথাটি বলো প্রিয়!
তোমার চোখের কোনে যে জল থাকে
তোমার মনের ঘরে যে ব্যথা থাকে
তোমার আষ্টেপৃষ্ঠে যে কথা থাকে
তা আমি শুনতে চাই প্রিয়!
সামনের ফাল্গুনী হাওয়াতে সেই কথা
উড়িয়ে দিয় ,ভালোবাসার কাছাকাছি
হৃদয় যে স্থানে থাকে,তার পাশাপাশি
হৃদযন্ত্র বড় বেশি অদ্ভুত!
তোমায় না দেখলে খুঁজিতে খুঁজিতে বেকুল!
আর তোমার আওয়াজ শুনলে,
সে কথা শুনলে, কেমন লাগবে প্রিয়!
আমি একবার তোমার মুখে শুনতে চাই
সামনের ফাল্গুনে, বলবে তো ভালোবাসি!
তোমার একটি কথা শুনতে,একটি বানী শুনতে
আমি আকাশ ছুঁতে পারি,
ধানসিঁরিটি তীরে হাটতে পারি
এক নিমিষে উড়ে আসতে পারি, প্রিয়!
সামনের ফাল্গুনে সে কথা বলবে তো..?
আমার প্রত্যাশা, আমার বিশ্বাসী নিউরোন
বিশ্বাস করে এই ফাল্গুনী হাওয়ায় উড়বে
ভালোবাসার ছন্দে
সব হৃদয় মগ্নে!!