আমি কখনোই তাঁকে দেখিনি,
তাঁর আওয়াজ শুনেছে আমার অস্তিত্ব
তাঁর ধ্বনি কিংবা প্রতিধ্বনির সুর
তাঁর বানী কিংবা উচ্চারিত শব্দ
আমাকে বিমোহিত করতো প্রতিনিয়ত
আমি কখনোই তাঁকে দেখিনি,
তাঁর ছোঁয়া আমি বারংবার পেয়েছি
তাঁর নীল তো এখনো আকাশে
আকাশটা না হয় আমার হলো
দূর থেকে ছুঁয়ে দিলো
আমি কখনোই তাঁকে দেখিনি,
যে দিন লীলপদ্ম টা কুড়িয়ে আনলাম
নাকের কাছে আনতে তাঁর ঘ্রাণ পেলাম
তাঁকে অনুভব করলাম,
আমি কখনোই তাঁকে দেখিনি,
যে দিন জামার বোতামের, রঙটা দেখলাম
সে দিন তোমাকে খুজলাম,
আমি বোদহয় তোমাকে জড়িয়েছি
আমার গায়ে,নীলবর্ণের ছোঁয়া
আমি কখনোই তাঁকে দেখিনি,
আমি আপরাজিতার রঙ দেখিছি
নীলকষ্ঠির চোখ পেয়েছি
হয় তো আমি, তাঁকে দেখিছি!
তোমাকে দেখেছি!!!