আমার এই বিকৃত হাসির দায়ভার নিবে কে।
ঝলসানো মুখের অসহ্য যাতন,
কেনো নীরবে খুব গোপনে কুড়ে খাবে সব সুখ।
ব্যাথাময় ফুঁপিয়ে কান্নার নির্ঘুম রাত,
সূর্যি উঠার প্রথম প্রত্যক্ষকারী, আমি কেনো হবো।
কে ফিরিয়ে দেবে, আমার অসংখ্য রাত্রীর ঘুম।
রহিমের প্রদত্ত চারুর, এই বীভৎসতা,
কেনো গ্রাসিত করলো আমার নিষ্পাপ হাসি।
আমি তো দুর্বল ছিলেম, অজানা ছিলো যুদ্ধের সংজ্ঞা।
ঝলসানো মুখের অব্যাক্ত অভিশাপ,
চুয়ে যাক আপনার প্রান্ত, বীভৎসতা গিলে খাক অসভ্যর প্রিয় ঘর। উন্মোচিত হোক রঙ্গিনের,
বেছে যাক আমার মত অসংখ্য কেউ।।।