যদি তুমি চলে যাও,
বসন্তের শেষ দিনগুলোতে।
তোমার মুগ্ধতা থেকে যাবে।
বসন্তের বাতাসের সুবাসের মতো তোমার শুন্যতা রয়ে যাবে।
যদি তুমি হারিয়ে যাও,
পাখিদের নিজ দেশে ফেরত যাওয়ার আগে,
এক এক করে মানুষগুলো হারাবে ঠিকই,
শুধু তোমার শিহরণ রয়ে যাবে।
পাহাড়ি মেঘ,
বুনো কাশফুল,
নদীতে ভেসে আসা লাল শাড়ি,
সাগরের তীরে আছড়ে পরা ঢেউ এর ছিটানো পানি-
হারিয়ে যাবে একদিন।
প্রথম চুম্বন এর আনন্দ অশ্রু,
সন্তানের প্রথম হাসি,
নিজের তৈরি প্রথম সুর-
হারিয়ে যাবে কোনদিন।
রয়ে যাবে তোমার হাসির ঝংকার, হাটার সুর, চুলের পানি-
পৃথিবী জন্মায় তোমাতে প্রতিদিন।