যে চোখে তুমি আমায় দেখো নিশ্চয় সে চোখে কাজল দিয়েছিলে।
যে ছায়াপথ আমি তোমার চোখে দেখি রাতের আকাশ থেকে নিশ্চয় চুরি করেছিলে।
যে পথে তুমি চলো সে পথের মায়াতেই সকল প্রেমিক মজেছে।
তোমার রুপের অলংকারেই সকল প্রেমিকা সেজেছে।

যে হাতে তুমি চুড়ি পড়ো সে হাতেই চুমি।
হাতের মাঝেই চাঁদ এঁকে মুখ লুকিয়ে রাখি।
তোমার নামেই সিজদারত জানে অন্তর্জামি।
তোমার মুখের নূর নিয়েই সারা অঙ্গে মাখি।

যে বুকে স্বর্গ রাখো সেটাই আমার চারণভূমি।
রাত তোমার পছন্দ বলেই আমি সূর্য হয়ে সমুদ্রে নামি।
যে স্বপ্ন তোমার গোপনে আমাকে নিয়ে রাখা।
একই স্বপ্ন আমার ক্যানভাসে রঙ বেরঙে আঁকা।

ইবাদতে তুমি রও তাই আমায় কাফির বলে।
ইশ্বরকে কেউ জিজ্ঞাসেনা তুমি কেনো আমার হলে!
সৃষ্টি তুমি শ্রেষ্ঠতম আমি জানি আমার মন জানে।
তোমাতেই আমার সৃষ্টি আমি মানি আমার মন মানে।

৬ পৌষ ১৪২৫ বাংলা
#জামশেদ