নাহ!
আর গিলে খাওয়া সময়কে ফিরিয়ে আনা গেলোনা।
হারিয়েই গেলো বেচারা।
বড্ড ভালো ছিলো।
চারপাশে তার গুণগ্রাহী, ভালোবাসার ছড়াছড়ি।
কোথাও কালো নেই।
কালো শুধু ছিলো নির্ঘুম, প্রচন্ড নেশা করা চোখ দু'টি।
তবুও সেখানে অসম্ভব মায়া ছিলো।
বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার মায়া।
এলোমেলো চুল, রংচটা জিন্স, আধোয়া টি- শার্ট,
চলনবলনেই জীবন নিয়ে ভাবনাহীন।
স্বপ্নদেখতে আর দেখাতে পারতো সীমাহীন।
প্রেম, বন্ধুত্ব, গান, থিয়েটার, আড্ডা এইতো,
এর ফাঁকেফাঁকে ক্লাসগুলোতে ঘুমিয়ে নিতো।
আহারে সময়!
ডায়েরীর পাতা, চোখ, রোদ চশমা, সার্টিফিকেট আজ প্রচন্ড ধুলোময়।