রাঙাও
পশ্চিমা রঙ নিয়ে জল, পাতা, পাহাড়, মন।
শেষ বসন্তের হলদে আলোতে শাড়ি।
রাঙাও
আবির নিয়ে কালোকে আরো গভীর,
সাদাকে রঙিন, শুদ্ধ বাড়ি।
রাঙাও
শৈশব, স্বর্ণলতার তাজ।
রাঙাও
শেষবেলা, বলিরেখার ভাজ।
রাঙাও
সিঁথি, সম্পর্কের কোলাহল।
রাঙাও
ঘুম, স্বপ্নের ঘোলা জল।
রাঙাও
গর্ভ, জন্মাক মহাবিশ্ব।
রাঙাও
গুরু, পাগলের শিষ্য।
রাঙাও
রাজপথ, রক্তের হোলি।
রাঙাও
শাসক, শোষিতের বলি।
রাঙাও, পৃথিবীটার রঙ খুব প্রয়োজন,
রাঙাও, ঢেলে দাও তোমার সব আয়োজন।
#জামশেদ
#রোমেল
২১ মার্চ, ২০১৯ ইং
(বিশ্ব কবিতা দিবস ও হোলির শুভেচ্ছা)