ঝুলন্ত সময় ঝুলে রয়
থাই গ্লাসের অনেক পেছনে ঝিঝি পোকার বন্ধাত্ব।
আমার আর নিশ্চুপ ঝিঝির বন্ধুত্ব।

ও প্রিয় কালো মেঘ বাজনা বাজাও,
ক্ষণিক আলো দিয়ে প্রিয় মুখ দেখাও।
আধ খাওয়া সিগারেটের ছাই উড়ন্ত,
আমার আর নিশ্চুপ বোকা ঝিঝির বন্ধুত্ব।

প্রহরীর বাঁশি মেঘ নামায় না,
তানসেন কোথাও ঘুমিয়ে গেছে, শুনতে পায় না।
অন্ধকার ভবিষ্যৎ এর শিশুরা ঘুমন্ত।
আমার আর নিশ্চুপ নিচু জাতের ঝিঝির বন্ধুত্ব।