আমার তৃতীয় বিশ্বের সদা ক্ষুধার্ত হৃদয়
তোমার ভালোবাসার জন্য হা! করে তাকিয়ে থাকে।
প্রেম দাও! প্রেম দাও! প্রেম দাও!

জোছনার ঋণে জর্জরিত সময়
উন্নয়নশীল দেহ খুজতে থাকে।
ভিক্ষা দাও! ভিক্ষা দাও! ভিক্ষা দাও।

সব-ই আছে তবু হাপিত্তিস করা।
ধনীরা সুখ বেঁচে আরো ধনী, অভাবীরা কাঙালী শুধু ঘাটের মরা।
সুখ দাও! সুখ দাও! সুখ দাও।

বাতির নিচেই অন্ধকার জেনেও বাতির শহর গড়ি,
অন্ধকারই চাষাবাদ, রাস্তায় প্লাস্টিকের হুরপরি।
অক্সিজেনের ফুসফুসে ধোঁয়ার রাজত্ব,
জুয়ায় হেরে ক্যান্সারের কাছে ঔষধের দাসত্ব।
পূজিবাদী হাংগরের ঝাকের ফাঁকে সুযোগ খোঁজে অন্ধ।
মিথ্যেবাদী ভালোবাসা তোমার চারিপাশে পূতিগন্ধ।

উন্নত মাছগুলো দল বেঁধে রাস্ট্র গড়েছে,
চুনোপুঁটি গুলো মিথ্যের লোভে কারেন্ট জালে বন্দী সমাজ নিয়ে উল্লাসে মত্ত।
বাঁচতে দাও! বাঁচতে দাও! বাঁচতে দাও।

#জামশেদ
৫ কার্তিক, ১৪২৫ বাংলা।