অভিশপ্ত জোছনা
(জোছনা বিন্যাস-৪)

জোছনার সোপান বেয়ে চাঁদ পর্যন্ত যেতে পারিনি,
এর আগেই মেঘ এসে বাঁধা দিলো।
গর্জন করে আমার সীমা লঙ্ঘন বোঝালো।
বিদ্যুৎ দিয়ে শাসন করলো বেশ।
আমি নাকি পাপী!
আমি জোছনার ঝরনায় স্নান করিনি।
আমি জোছনার রাজপথে স্লোগান ধরিনি।
এমনকি প্রেমিকার হাত ধরে জোছনার বনে হারিয়েও যাইনি।
এমন জোছনাকে অস্বীকার করা আসলেই বোধহয় পাপ।
চাঁদের বুঝার কথাও না এই নষ্ট সময়ে জোছনাটাও অভিশাপ।

#জামশেদ
১০ অগ্রহায়ণ ১৪২৫ বাংলা