নিরবে অশ্রুজল ফেলার চেয়ে
এসো চিৎকার করে মাতম করি।
শুধু হৃদয় কেনো ভাসবে
চলো বুকের খাজেও সাগর গড়ি।
যেটুকু পথ খালি পায়ে এগিয়েছো
প্রকাশ্য সুখ অন্বেষণে।
যতদূর দুর্গম তিথি কাটিয়েছো
ত্যাজ্য গোপন বোধনে।
তাদের ছুটি দাও,
নাও এবার সর্বশেষ বিশ্রামটুকু নাও।
মরা পাতাদের মাঝেও পিপড়াদের আবাসন
ভালোবেসে নতুন বাসা গড়ে।
ভ্রমর ফুল না পেলেও বেঁচে থাকে,
প্রেমের অভাবে মানুষ বাঁচলেও তার বোধ মরে।
এভাবে না হলেও কোনভাবেতো সুখী হয়।
শ্বাস ঠিকই চলে শুধু জীবনটাই ঝরে।
#জামশেদ
#রোমেল
১৩ মাঘ, ১৪২৫ বাংলা