আমি তোর বন্যা, তোকে ভাসিয়ে দিয়ে করবো পলি মাটিতে উর্বর।
আমি তোর লাঠি, বয়সকালে তুই আমার উপর করবি নির্ভর।
আমরা দিনে দিনে গাছ হয়ে উঠি।
স্থবির, নির্বোধ কিন্তু ভীষণ উপকারী।
ডালপালার মতো ছড়িয়ে পড়ি,
নতুনভাবে গজাতে মাঝে মধ্যে ছেটে দেওয়াও জরুরী।
তোর শরীরে পাখি বাঁধে বাসা।
পাখি উড়ে যায় পড়ে থাকে ভালোবাসা।

আমাদের জীবন মিউনিসিপালিটির রাস্তা,
কখনো এরা, কখনো তারা, কখনো ওরা খুড়েই চলছে-
দিয়েছে নাম উন্নয়ন।
আমরাতো নদীর পাড় খুড়তে চেয়েছিলাম,
বীজ বুনে গড়ে তুলতাম বনায়ন।
পাখিদের খামার করবো, গড়বো নিরাপদ সড়ক।
আমাদের খামারে লাগবেনা কখনো মড়ক।
স্বপ্ন একেই যাবো ইট কাঠের জংগলে,
কাজে লাগুক বা না লাগুক কারো মংগলে।

#জামশেদ
#রোমেল
১৬ ভাদ্র, ১৪২৫ বাংলা।