মনটাতেই যতো সমস্যা,
মনের ভেতর-ই কিলবিল করে সোনাপোকা।
মনকে বুঝাতে গেলে রাগ করে ফেলে,
বলে, 'জানোই তো আমি বোকা!'
আচ্ছা করে দিয়েছি বকা,
'স-ব বুঝো আর কাজের সময় ভান!'
ভেবেছিলাম এইবার বোধহয়
রাখবে আমার মান।
যে লাউ সেই কদু, কে শুনে কার কথা?
হাতের কাছে পেলে এবার ফাটাবোই গাধাটার মাথা।
বয়স বাড়ে তুমি বাড়োনা পেয়েছো কি আমায়!
যখন তখন ভুগাবে আমায় ইচ্ছে মতন?
গাধা মরে, পাগল মরে, মানুষও মরে হরদম।
তারপরও পোড়ামন হয়না কেন তোর মরণ!
ভেবেছিলাম সন্ন্যাস দেবো, পালিয়ে যাবো জংগলে।
পৃথিবীতে বাস করা দায়, চলেই যাবো মংগলে।
পাগল পাগল ভাব আর ভাল্লাগেনা,
মুক্তি চাই বাপ তোর কাছে।
মন বলে, 'যতই করো টালবাহানা,
আমাকে ছাড়া কি কোন উপায় আছে।
আমরাতো সবাই পশু, মানুষ বলে কোন জন!
মানুষ তখন, তার ভেতরে মন থাকে যখন।'