যদি কোনদিন ভুলগুলো জিজ্ঞেস করেই বসে,
কে তুমি?
তোমার কসম খেয়ে বলেই দিবো,
আমি তোমার আবাদি জমি।
কদমফুল হাতে নিয়ে বলেছিলে-
"যতদিন কদম হলুদ রবে,
তুমি আমার-ই হবে।"
মিথ্যে যত সুন্দর করে বলো,
হৃদয়টা যদি সুন্দর হতো।
দেখতে তোমার আঙ্গিনায়,
কদমফুল কত শত।
আজও কদম ফুল ফোটে,
ট্রাফিক সিগনালে পথশিশুদের হাতে।
তুমিও আমার শরীরের গন্ধ পাও,
নির্ঘুম কোন রাতে।