চাঁদ চাইলে আমার বিরুদ্ধে মানহানী মামলা করতে পারে।
আমি চাঁদকে স্পষ্ট বলে দিয়েছি, তোমার চাইতে আমাদের নিয়ন আলো ভালো।
এতো ভাব আমার সয় না বাপু।
দিনক্ষণ গুনে গুনে তোমায় দেখতে হবে।
নদীতে, সাগরে, পাহাড়ে, বনে, ছাদে গিয়ে দেখতে হবে।
ইশ! এত্তো ঝক্কিঝামেলা ভালো লাগেনা।
এরচেয়ে পথে পথে জ্বালিয়ে দাও বাতি।
আমাদের চাঁদ থাকুক পথে পথে।
মাথায় চড়িয়েই ভুল করেছি।
এতো অপমান করলাম, ব্যাটা কিছুই বললে না।
এটাও বলেছিলাম, তোরতো ব্যাটা নিজের আলোটাও নেই।
দগদগে বসন্তের দাগ গায়ে।
আমাদের সোডিয়াম বাতিকে দেখো,
যখন চাই তখনই আলো।
এতো কথা শুনে ব্যাটা হেসে শুধু বললে-
ভালো যেটা, কমই ভালো।
#জামশেদ
৮ অগ্রহায়ণ, ১৪২৫ বাংলা।