"একটি ঘোষণা"
একটা শরনার্থী শিবির বানাবো,
সেখানে হৃদয় পোড়া মানুষগুলো থাকবে।
গান গাইবে, কাঁদবে, উল্লাস করবে বিগত স্মৃতি নিয়ে।
বিনামূল্যে প্রেম বিতরণ হবে,
ক্যামিকেল মুক্ত স্বচ্ছ প্রেম, পাকবে কিন্তু পচে যাবেনা।
ছাদ থাকবে, ছাদে রমনী থাকবে,
নিচের রাস্তায় প্রেমিক ঘোরাঘুরি করবে,
অন্য ছাদ থেকে ঘুরিতে লিখে চিঠি পাঠাবে।
নীল খাম, গোলাপী পৃষ্ঠায় চিঠি যাবে।
সুগন্ধি, কবিতা আর ভালোবাসার কথায় ভরা থাকবে পুরাটা।
বুক পকেটে কিংবা ব্রেসিয়ারের নিচে লুকানো থাকবে,
লুকিয়ে লুকিয়ে হৃদয়ের কাছ থেকে বের করে পড়া হবে বারবার।
একটা নদীও থাকবে, কৃত্রিম লেক না- নদী,
শান্ত বহমান নদী ।
নদীর আইল ঘেসে জোড়া বেধে হাত ধরে বসে থাকবে,
ভগ্নহৃদয়ের কথা বলবে,
কাধে বা কোলে মাথা রেখে ঘুমিয়ে পরবে।
মাছের ভালোবাসা দেখবে, পাখির ভালোবাসা দেখবে,
ফুলের ভালোবাসা শিখবে।
শুধু ময়লা নোটের পাহাড় গড়তে নয়,
প্রেম পেতে প্রেমের কারবারি করবে।
হৃদয়ে হৃদয়ে প্রেমের কীটনাশকমুক্ত চাষাবাদে-
বাম্পার ফলন হবে- প্রেমের, অর্গানিক প্রেমের।
প্রেমের ক্ষুধায় একটা হৃদয়ও মারা যাবেনা।
প্রেমে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র বানাবো।
আমি একটি শরনার্থী শিবির বানাবো।