আমি বোতলে থাকা ভুত।
হাজার বছর পর অপ্রস্তুত কোন হাতের ভুলে চেনা পৃথিবীতে অচেনা আমার পুনর্ভব।
এখানে বাতাস আছে, অক্সিজেন নেই।
বেঁচে থাকার অনুভব নেই।
আমার চেয়েও বাজে বোতলে তোমাদের বসবাস।
দাসত্বের কালো কোষ তোমাদের মজ্জায়।
এই জীবন্ত মানুষগুলোর চেয়ে ভুতের জন্ম শ্রেয়।

আমি হাওয়ায় মিলিয়ে থাকি তবু আমাকে বন্দি করে রাখো।
তোমরা যারা পৃথিবীটাকেই হাওয়াই মিঠাই বানিয়ে দিলে, লজ্জা কোথায় ঢাকো!
তোমরা বরং স্থান ছেড়ে দাও, বেঁচে থাকুক ভুত।
বোতলে তোমাদের বাস খুজে নাও, এই পৃথিবীতে তোমরাই বেশি অদ্ভুত।

#জামশেদ
#রোমেল
২১ আশ্বিন, ১৪২৫ বাংলা