দেখা হয়ে গেলেই বিব্রত হই,
ইতস্তত হয়ে পাশ কাটিয়ে যাই।
কখনো নিজের সাহসে,
কখনো বন্ধুদের ইন্ধনে বলি 'হাই'।
প্রাণখোলা হাসি প্রাণ জাগায়,
আমি বরাবর উন্মাদ হই।
যতজনকেই ভালোবাসি বলি,
আসলে আমি তোমার-ই রই।
তোমার সামনে মুখে কথা ফুটাতে-
ভেজেছি কতনা খই।
যতদূরেই থাকিনা কেনো,
আসলে আমি তোমার-ই রই।
লিখতে বসেছি মহাকাব্য,
প্রকাশ করেছি কবিতার বই।
কতজনই হারিয়ে গেলো
তবু আমি তোমাতেই রই।
তুমি ভুল জানো
হারিয়ে গেছি আমি ওই।
আসলে আমি তোমাতেই ছিলাম,
তোমাতেই বেঁচে রই।