আমি জানি ভালো নামক যন্ত্রণা নিয়ে তুমি ভালোই থাকো।
বিশ্বাস নামক সরলতা তোমাকে মানায় না।
তবু পুরানো হাত ধরা সুখের অসুখে মাঝে মাঝে কেঁদে ফেলো,
হালকা বোধ হবে।
অতিরিক্ত মদ খাওয়ার পর বমি হলে যেমন হয়।

কতইতো এলো গেলো তোমার গোপন হৃদয়ে,
ডুবে গেলো জাহাজি।
আমি দস্যু হয়ে কিছুদিন অনধিকার চর্চা করেছি।
এখন ঢেউ গুণি আর নিজের রাজত্বে দাসত্ব খাটি।

প্রমাণ চেয়েছিলে,
পেলেতো?
তোমার আয়নাতেই সবচেয়ে রগরগে প্রমাণ।
দীর্ঘশ্বাস ফেলে আর কাজল দিয়ে লজ্জা ঢাকার দরকার নেই।
আমি অভিশাপ দেই না।
অভিনয়কেই সত্যি জেনে ঘুমিয়ে পড়ো,
চাঁদ তোমার কৃতকর্ম জানেনা।
জোছনার বাগানে প্রজাপতি হইয়ো।
তুমি সুযোগ পেলে আমার ঘুমটাও ঘুমিও।