ব্যর্থতার আর্তনাদ
সেখানে লাশ ছিলোনা,
থরে থরে মগজ ছিটানো ছিলো।
সে রাতে কিছু নামের মৃত্যু ঘটেনি,
জাতির বিবেকের হত্যা হয়েছে।
সে রাতের অন্ধকার এখনো কাটেনি,
সে রাতের পশুত্ব এখনো দমেনি।
আমরা জানালা খুলে রেখেছি,
আমাদের বিবেক বন্ধ করে।
সেদিনের খুনিদের রক্তমাখা হাতে
হাত মিলিয়ে সে রক্তকেও নোংরা করেছি।
আমি বদ্ধ ভূমিতে যাই না,
এতোটা হাহাকার নেয়া যায়না।
ভয় হয়, যদি প্রশ্ন করে-
আমাদের বাংলাদেশ কেমন আছে?
লজ্জায়, ঘেন্নায় আমি আত্মহত্যা করবো।
কি করে বলবো-
ভালো নেই, আপনাদের ছাড়া আমরা ভালো নেই।
বাংলাদেশের ধূলোতে, মাটিতে, বাতাসে, মগজে
ব্যর্থতার আর্তনাদ!
১৪ ডিসেম্বর, স্বাধীনতার (!) ৪৮ বছর পর।
#জামশেদ #রোমেল