রাসায়নিক বিক্রিয়ায় কারসাজিকে যারা নেশা মনে করে,
ওদের ধারণাও নেই তোমার চোখের কারসাজিতে কতোটা নেশা।
গগনের রক্তিম দীপ দেখে মুগ্ধ নয়নে অশ্রু বিসর্জনে যারা ব্যস্ত।
তারা তোমার সদ্য ভোরে ফোঁটা পাপড়ি সদৃশ ঠোঁট কখনো দেখেনি।
সাগরকে গভীরতম জলরাশি বলে যারা অবাক হয়,
তারাতো তোমার চোখের পানে দৃষ্টি রাখেনি।
যখনই তোমাকে উপমায় সজ্জিত করি,
বিশ্বাস করো আমি মিথ্যে বলিনি।
তুমি তাদের অলুক্ষণে পোড়া দৃষ্টিতে সাধারণ মানবী।
আমিতো জানি কতোটা তুমি কতটা ভ্রম আর কতোটা স্বচ্ছ জলধি!
যতোটা প্রেম তুমি ধরতে পারো এক জীবনে।
ততোটা এখনো সৃষ্টি হয়নি অবশিষ্ট সকল মানবে।

#জামশেদ
#রোমেল
বসন্তের কোন এক ফাগুন সন্ধ্যায়, ১৪২৫ বাংলা।