এটা আমাদের গল্প নয়।
আকাশ থেকে নেমে আসা কোন দোলনায়
তোমার হাত ধরে,
তোমার উড়ানো চুলে,
তোমার চেনা কাঁধে মাথা রেখে
নতুন জীবনের স্বপ্ন নয়।
এটা আমাদের গল্প নয়।
খোলা সমুদ্রের বালুচরে বিছানা পেতে
চোখে মুখে জোছনা মেখে,
নোনা পানিতে ভিজতে থাকা
তোমার চুলের ঝটকায় মোহিত হওয়া নয়।
এটা আমাদের গল্প নয়।
বৃষ্টির দিনে সাদা শাড়ি পড়ে তুমি,
সাদা পাঞ্জাবিতে আমি,
কদম ফুল এক হাতে,
অন্যহাতে তোমার হাত ধরে,
নতুন জীবনের স্বপ্নাতুর চোখের ফাঁকা দৃষ্টি নয়।
আমাদের গল্প একইরকম
না পাওয়ার পাল্লায় ভারী অংশ।
আমাদের প্রেমগুলোও একইরকম
উত্তাপহীন বিরহী নাচন।
#জামশেদ
#রোমেল
২৯ জৈষ্ঠ্য, ১৪২৬ বাংলা।