ভাবনাগুলোতে ছানি পরেছে,
রোদে ঝলসে গেছে বুক।
একশো ডিগ্রি তাপমাত্রায় গলে গেছে পাথুরে হৃদয়।
আবার ধবংস এসে যাচ্ছে।
মেঘের বাসর ঘরে বাতাস হানা দিয়েছে,
সংঘর্ষে জ্বলছে বিদ্যুৎ।
ঝরছে যৌবনধারা বৃষ্টি হয়ে,
আবার জীবন এসে যাচ্ছে।
ধীরে ধীরে হাওয়ায় শীতের আমেজ লাগছে,
আবেদন জমছে শিরায়, শিরায়।
ফুল, পাখি ঘুম ভেংগে জেগে উঠছে।
আবার স্বপ্ন দেখা দিচ্ছে।
শরীরে দীর্ঘ অসুখ জমেছে,
গেরুয়া জামাটায় লেগেছে দাগ।
অতি সামান্য কিছুই অসম্ভব রঙিন লাগছে।
আবার প্রেম এসে যাচ্ছে।
৪ আশ্বিন, ১৪২৫।