সত্যি বলতে তোমায় ছাড়া ভাত খাবোনা ভেবেছিলাম,
পেটের মাঝে ভালোবাসার পাথর বেধেছিলাম।
তোমায় ছাড়া কোকের বোতলে চুমুকও দেবোনা।
তোমায় ছাড়া মি: টুইস্টের চিপসও খাবোনা।
ভেবেছিলাম আজ আমি কোথাও যাবোনা,
তোমায় ছাড়া নতুন আসা সিনেমাটাও দেখবোনা।
গানের মাঝে যতোই সুখ থাক, কান পেতেও শুনবোনা।
এবারের বই মেলায় আসা দুর্দান্ত কবিতার বইটাও পড়বোনা।
ভেবেছিলাম সারাটি রাত রুম থেকেও বের হবোনা।
দুনিয়ার সব চুলোয় যাক, চোখ খুলেও দেখবোনা।
মশারা আমাকে উড়িয়ে নিয়ে যাক কয়েলটাও জ্বালাবোনা।
টেপের পানি সব বয়ে যাক, বাথরুমেও যাবোনা।
হঠাৎ করে কি জানি হলো, বিদ্যুতের লাইনটা চলে গেলো।
জানালা গলে হালকা একটা বাতাস এসে ছুঁলো।
পর্দা সরিয়ে যেই না তাকালাম বাইরে,
চাঁদের আলোয় পৃথিবী আর পৃথিবীতো নাইরে।
তুমি ছাড়া স-ব কিছু বাদ, জোছনাটা দেখা যাক,
বাকী পৃথিবীর সবকিছুই তোমার জন্য তোলা থাক।