কেউ আসেনা,
আমরা ভুলে যাই।
ফেরার কথা না জেনেও আলো জ্বেলে রাখি।
আবারো সব ঠিক করে দেবে বলে আশায় থাকি।

আনন্দ যখন দরজা থেকে মাত্র দুই কদম দূরে,
তখনই ঘৃন্য, নোংরা, নরকের কীটগুলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দরজায় কড়া নাড়ে,
"একটু বাইরে আসুন, কথা আছে।"
নিমিষেই সব অন্ধকার।

তারা আর আসেনি,
আমরা ঠিকই ভুলে গেছি।
সাতচল্লিশ বছরে ছেচল্লিশ বার মনে করেছি।
অথচ বাতাস, মাটি এখনো সেই বোঝা নামাতে পারিনি।
এতো ভার নেয়া যায় না।

সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর প্রদর্শক প্রয়োজন।
বিপথে যাওয়াটা নয়তো শুধু সময়েরই অপেক্ষা।
আমরা দেখছি সেই মস্তিষ্ক বিহীন জাতী।
আমরা দেখছি সেই হায়েনাদের চড়ুইভাতি।

অনেক আয়োজন করে আমরা তোমাদের বধ্যভূমিতে বানিয়েছি কৃত্তিম শ্রদ্ধা।
চটপটি, ফুচকা আর রোমান্টিক প্রেমের জন্য অভয় আশ্রম।
মাঝে মাঝে কিছু মায়াকান্না নিয়ে আসে প্লাস্টিকের বোদ্ধা।

ক্ষোভ, লজ্জা আর অক্ষম চিৎকার
এখন আমাদের নিত্য অহংকার।
আবারো আমরা ভুলে যাবো,
তোমাদের নামে কিছু ফুল দেবো।
ফিরে এসে ধ্বংসস্তূপের উপর বসে দূষিত করবো অম্বর।
অপেক্ষায় থাকবো বিনম্র হয়ে আসবে আবার ১৪ ডিসেম্বর।

#জামশেদ
১৪ ডিসেম্বর, ২০১৮ ইং