পথের ধারে একা দাঁড়িয়ে
একটি বাতি জ্বলছে,
তার মৃদু-সাদা আলো
দূর থেকে দেখা যাচ্ছে।

গভীর রাত, নিস্তব্ধতা,
একটি জীবন,একটিই স্বপ্ন,
বাতি যেন সাড়া দেয় চুপচাপ,
যতটুকু আলো,ততটুকু আশা।