দেয়ালের ফাটলে লেগে থাকা রোদ
হয়তো জানে,
এই ঘর আর কখনো ভরবে না মানুষের হাসিতে।
তবু ইটেরা টিকে থাকে,
ছোট ছোট গল্প বুকে নিয়ে।

তুমি কি শুনবে সেই গল্প?
নাকি হারিয়ে যাবে শূন্যতায়?