অন্ধকার রাতে হঠাৎ শব্দ,
আলো নিভে গেলো আজানায়।
ঘরের কোনায় দাঁড়িয়ে এক আভা
একটাই প্রশ্ন,কী হলো?
দরজায় টোকা
শব্দ নেই!
বিচিত্র নিঃশব্দে,গায়েবি কথা
বদ্ধ ঘরে খোলা জানালা।
চোখে ভয়ের ছাপ
মুখে হাসি!!
মৃদু হাওয়ায়
শুকনো রক্তের গন্ধ।
একটি ফোনকল,
স্নিগ্ধতার মাঝে রহস্যময় স্বর
তার কন্ঠ আমার চেনা
সে আমাকে হত্যা করেছিল!!