চায়ের কাপে ধোঁয়া উঠে
আর মিলিয়ে যায় বাতাসে।

তুমি তাকিয়ে দেখো,
কেমন করে ছোট ছোট মুহূর্তগুলো
অদৃশ্য হয়ে যায়।

সেই ধোঁয়ার ঘূর্ণিতে
লুকিয়ে থাকে একটি স্বপ্নের ছোঁয়া।
তুমি কি ধরতে পেরেছো?