বইয়ের ভাঁজে লুকিয়ে ছিল
একটি পাতা-অলিখিত।
তোমার হাতের ছোঁয়া পেলে হয়তো
শব্দে ভরে উঠতো।
কিন্তু তুমি তো দূরে,
অস্পর্শ।