সন্ধ্যা নেমে আসে,
একটা পুরোনো পথের দিক থেকে
আলো শেষ হয়ে যায় ধীরে ধীরে।
পাখিরা ফিরে যায়,
তবে কিছুক্ষণ আগে,যে শব্দ ছিল।
তা এখন নিঃশব্দ হয়ে গেছে।
শুধু হাওয়া এসে হাত ছোঁয়,

এই নিস্তব্ধতা
একটি প্রশ্ন রেখে যায়
কোথায় যাচ্ছে সব কিছু?